দেশের স্বল্প ব্যয়ে পরিকল্পিত, সুসংগঠিত, আরামপ্রদ, দ্রুত ও নিরাপদ যাত্রী সেবা এবং পরিবহন ব্যবস্থার অগ্রদ্রুত হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আদর্শ স্থাপনে গাজীপুর বাস ডিপোর অন্যতম উদ্দেশ্য ।
সেবার তালিকা নিম্নরূপঃ
ক্রমিক নং | রুটের নাম | চলাচলকৃত বাস সংখ্যা | মন্তব্য |
০১. | গাজীপুর টু মতিঝিল (দ্বিতল বাস সার্ভিস) |
২৩ টি বাস | সকাল ৬.০০ টা থেকে ২০ মিনিট পরপর বাস পরিচালিত হচ্ছে। |
০২. | কুড়িল বিশ্বরোড টু গাউছিয়া (আর্টিকুলেটেড) | ২২ টি বাস | সকাল ৬.০০ টা থেকে ১০ মিনিট পরপর বাস পরিচালিত হচ্ছে। |
বিঃদ্রঃ বিভিন্ন অনুষ্ঠান ( বিয়ে, পিকনিক, শিক্ষা সফর ইত্যাদির) জন্য সরকার নির্ধারিত ভাড়ায় বাস রির্জাভ দেওয়া হয় ।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্মেলন এবং দূর্যোগকালীন ও ঝুকিপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতিতে জনস্বার্থে যাত্রী পরিবহনে গাজীপুর বাস ডিপো বিশেষ সেবা প্রদান করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস