Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision and Mission

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission),  কৌশলগত উদ্দেশ্য সমূহ এবং কার্যসমূহ নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসি গাজীপুর বাস ডিপো কর্তৃক প্রণীত রূপকল্প (Vision),  অভিলক্ষ্য (Mission) কৌশলগত উদ্দেশ্য সমূহ এবং কার্য সমূহ নিম্নরূপ:



১.১ রূপকল্প:

নিরাপদ ও আধুনিক রাষ্ট্রীয় সড়ক পরিবহন ব্যবস্থা।



১.২ অভিলক্ষ্য

বিআরটিসি’র বছরে আধুনিক যানবাহন সংযোজন করে পরিবহন সুবিধা বৃদ্ধি, পরিবহন খাতে দক্ষ জনবল সৃষ্টি এবং যাত্রী ও পরিবহন সেবার মান উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।



১.৩ কর্ম সম্পাদনের ক্ষেত্র:

১. নিরাপদ ও নির্ভর যোগ্যতার সাথে যাত্রী পরিবহন;

২. যান বাহন মেরামত ও রক্ষণা বেক্ষণ;

৩. সড়ক নিরাপত্তা জোরদার করণ;

 

সুশাসন ও সংস্কার মূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র (মন্ত্রি পরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত)

১. সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম জোরদার করণ।



১.৪ কার্যাবলি:

১. অভ্যন্তরীণ রুটে যাত্রী সেবা প্রদান;

২. যানবাহন মেরামত ও সচল রাখা;

৩. দেশের জরুরী পরিবহনের ক্ষেত্রে কৌশলগত ভূমিকা পালন।