Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

দেশের স্বল্প ব্যয়ে পরিকল্পিত, সুসংগঠিত, আরামপ্রদ, দ্রুত ও নিরাপদ যাত্রী সেবা এবং পরিবহন ব্যবস্থার অগ্রদ্রুত হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আদর্শ স্থাপনে গাজীপুর বাস ডিপোর অন্যতম উদ্দেশ্য ।

 সেবার তালিকা নিম্নরূপঃ 

ক্রমিক নং রুটের নাম চলাচলকৃত বাস সংখ্যা  মন্তব্য
০১.  গাজীপুর টু মতিঝিল (দ্বিতল বাস সার্ভিস)
২৩ টি বাস সকাল ৬.০০ টা থেকে ২০ মিনিট  পরপর বাস পরিচালিত হচ্ছে।
০২. কুড়িল বিশ্বরোড টু গাউছিয়া (আর্টিকুলেটেড) ২২ টি বাস সকাল ৬.০০ টা থেকে ১০ মিনিট  পরপর বাস পরিচালিত হচ্ছে।


বিঃদ্রঃ  বিভিন্ন অনুষ্ঠান ( বিয়ে, পিকনিক, শিক্ষা সফর ইত্যাদির) জন্য সরকার নির্ধারিত ভাড়ায় বাস রির্জাভ দেওয়া হয় ।

এছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্মেলন এবং দূর্যোগকালীন ও ঝুকিপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতিতে জনস্বার্থে যাত্রী পরিবহনে গাজীপুর বাস ডিপো বিশেষ সেবা প্রদান করে থাকে।